হু হু করে চড়েছে শাক–সবজির দাম। ক্রমাগত সবজির দামের গ্রাফ ঊর্ধ্বমুখী হওয়ায কপালে চিন্তার ভাঁজ গভীর থেকে গভীরতর হচ্ছে মধ্যবিত্তের।এরই মধ্যে সব থেকে বেশি উদ্বেগ বাড়িয়েছে পেঁয়াজের দাম। বিভিন্ন বাজারের থেকে পাওয়া খবর অনুসারে, হঠাৎ করেই বাজারে অমিলব ড়সাইজের পেঁয়াজ।আর বাকি যে পেঁয়াজ পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া।মাঝারি পেঁয়াজই ৭০ থেকে ৮০টাকার মধ্যে ঘোরাফেরা করছে।সেখান একদম ছোট সাইজের পেঁয়াজ বিকোচ্ছে ৪০টাকা প্রতি কেজি দরে। লেকমার্কেটে আবার একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০টাকা কেজি দরে।
পেঁযাজের এই অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা জানান, আমদানি নেই, কিন্তু উৎসবের বাজারে চাহিদা তুঙ্গে। তাই বাড়ছে দাম। অন্যদিকে অন্য কথাও বলছেন বেশ কিছু বিক্রেতা। বলছেন, কালীপুজোর সময় চাঁদার জুলুমও ছিল প্রচুর। সেই কারণেও পেঁয়াজ নিয়ে আসে যে সব লরিগুলি সেগুলি তাদের পরিবহন খরচ বাড়িয়ে দিয়েছে। সেই কারণেই দাম বৃদ্ধি হচ্ছে বলে জানাচ্ছেন কোনও কোনও বিক্রেতা। কোনও কোনও বিক্রেতা আবার বলছেন প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই পেঁয়াজে ধরেছে পচন। আবার বৃষ্টিকে সামাল দিলেও অত্যধিক গরমে পচেছে পেঁয়াজ। তারও প্রভাব পড়েছে দামে।