বিমা গ্রাম API: গ্রামীণ বিমা অন্তর্ভুক্তিকরণে ডিজিটাল বিপ্লবের সূচনা

ভারতের বিমা সচেতনতা কমিটি (IAC-Life) সম্প্রতি স্বাগত জানিয়েছে বিমা নিয়ন্ত্রক সংস্থা IRDAI–র উদ্যোগে চালু হওয়া বিমা গ্রাম API–কে। গ্রামীণ বিমা অন্তর্ভুক্তিকরণে এটি এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, এই API তৈরি হয়েছে চারটি সরকারি প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টায়। প্রতিষ্ঠানগুলি হল ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (NIC), পঞ্চায়েতি রাজ মন্ত্রক (MoPR), ডাক বিভাগের প্রযুক্তি উৎকর্ষকেন্দ্র (CEPT), ভারতীয় বিমা তথ্য ব্যুরো (IIBI)।

তাদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থা, যা গ্রামীণ বিমা কভারেজ যাচাইকে করেছে আরও নির্ভুল ও স্বচ্ছ।

বিমা গ্রাম API-এ গ্রাহকের PIN কোড দিলেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের নাম পাওয়া যায়। শুধু তাই নয়, এই পোস্টাল পিন কোডকে লোকাল গভর্নমেন্ট ডিরেক্টরি (LGD)–র কোডের সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত শনাক্তকরণ ব্যবস্থা তৈরি হয়। এর ফলে গ্রামীণ বিমা পলিসি ডিজিটালভাবে যাচাই করা সম্ভব হয় তাৎক্ষণিকভাবে।

এতদিন গ্রামীণ বিমা কভারেজের সঠিক পরিমাপ করা কঠিন ছিল। অধিকাংশ নথিতে গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ না থাকায় বিমা কোম্পানিগুলিকে হাতে হাতে যাচাই করতে হতো। নতুন API সেই সমস্যার সমাধান করেছে। সরকারি উৎস থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রিয়েল-টাইমে গ্রামীণ বিমার তথ্য যাচাই ও প্রত্যয়ন সম্ভব হচ্ছে।

প্রসঙ্গত, IRDAI দেশের বিমা সংস্থাগুলির জন্য রুরাল অ্যান্ড সোশ্যাল (RuSo) ম্যান্ডেট জারি করেছে। এই নিয়ম অনুযায়ী বিমা কোম্পানিগুলিকে নির্দিষ্ট সংখ্যক গ্রামীণ পরিবারকে বিমার আওতায় আনতে হয়। বিমা গ্রাম API এই ম্যান্ডেট পূরণে সংস্থাগুলিকে সহায়তা করবে এবং রিপোর্টিংকে করবে আরও দ্রুত ও নির্ভুল।

এই প্রসঙ্গে বিমা সচেতনতা কমিটি (IAC-Life)–এর এক সদস্য জানান, “বিমা গ্রাম API–এর উদ্বোধন ভারতের গ্রামীণ বিমা অন্তর্ভুক্তিকরণ বাড়াতে, তা গভীরে পৌঁছে দিতে এবং পরিমাপযোগ্য করে তোলার ক্ষেত্রে এক ঐতিহাসিক পদক্ষেপ।”

বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা

ইতিমধ্যেই পাঁচটি বিমা সংস্থা—

  • দু’টি জীবন বিমা কোম্পানি
  • দু’টি সাধারণ বিমা কোম্পানি
  • একটি স্বাস্থ্য বিমা সংস্থা

সফলভাবে পাইলট পরীক্ষায় অংশ নিয়েছে। খুব শীঘ্রই দেশের সব বিমা সংস্থার জন্য এই উদ্যোগ চালু করা হবে।এর সম্ভাব্য প্রভাব বলতে বিশেষজ্ঞদের ধারনা, প্রতিটি গ্রামীণ পরিবারকে আর্থিক সুরক্ষার বলয়ে আনা আরও সহজ হবে। পাশাপাশি বিমা কোম্পানিগুলি তাদের গ্রামীণ বিস্তার ও অন্তর্ভুক্তিকরণ পরিমাপ করতে পারবে। এছাড়াও নীতি প্রণয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় ডেটা-চালিত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

বিমা গ্রাম API ভারতের বিমা খাতে এক ডিজিটাল বিপ্লবের সূচনা করেছে। এটি শুধু বিমা কোম্পানিগুলিকে তাদের গ্রামীণ বিস্তার মূল্যায়নে সাহায্য করবে না, বরং দেশের প্রতিটি গ্রামীণ পরিবারকে আর্থিক সুরক্ষার আওতায় আনতে সহায়ক হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 3 =