বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান বিজেপির

আরজি কর কাণ্ডকে হাতিয়ার করে স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি-সহ স্বাস্থ্য ভবন থেকেই একাধিক বেনিয়ম ও দুর্নীতি হচ্ছে এই অভিযোগকে সামনে রেখেই বৃহস্পতিবার সল্টলেকে স্বাস্থ্য ভবন অভিযান করে ঘেরাও করার কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। এদিকে বুধবার থেকে আরজি কর ঘটনাকে সামনে রেখে আন্দোলনের ঝাঁঝ যে বাড়াচ্ছে পদ্ম শিবির তা স্পষ্ট। আরজি কর ইস্যুকে হাতিয়ার করে আজ, বুধবার থেকে পাঁচ দিন ধরনা অবস্থানে বসতে চলেছে বঙ্গ বিজেপি। শ্যামবাজার এক নম্বর মেট্রো স্টেশন গেটের সামনে রাজ্য বিজেপির এই ধরনা অবস্থান প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও অন্যান্য বিজেপি নেতৃত্ব বার্তা দিয়েছেন, ‘বিজেপি সর্বশক্তি দিয়ে রাস্তায় নামছে।’ শ্যামবাজারে যেখানে বুধবার থেকে অবস্থান শুরু হচ্ছে সেখানে কয়েকদিন আগে মঞ্চ বাঁধা হলে পুলিশ সেই মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগে সরব হয়েছিল রাজ্য বিজেপি শিবির।‌ পুলিশি বাধা উপেক্ষা করেই বিজেপি তাদের আন্দোলন চালিয়ে যাওয়ায় অনড় থাকলে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। বেশ কয়েকজনকে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছিল। ‌এরপরই বিজেপি শিবিরের পক্ষ থেকে শ্যামবাজারে‌ ধরনা অবস্থান করার আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত মঙ্গলবার শর্তসাপেক্ষে অনুমতি দেয়। আরজি কর ঘটনাকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্য বিজেপির পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়। রাস্তা অবরোধ থেকে একাধিক বিক্ষোভ মিছিলের পর এবার টানা পাঁচ দিন ধরনা আন্দোলন কর্মসূচিতে নামতে চলেছে গেরুয়া শিবির।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 6 =