রাজ্য সরকার চুপিসারে বাড়িয়েছে ইমাম মোয়াজ্জেমদের ভাতা, দাবি বিজেপির

‘রাজ্য সরকার চুপিসারে গত ২ মাস আগে থেকে রাজ্যের প্রায় ৭০ হাজার ইমাম মোয়জ্জমের ভাতা বাড়িয়ে দিয়েছে।’ নির্বাচনী আবহে রাজ্য সরকারের বিরুদ্ধে এমনই এক বিস্ফোরক অভিযোগ উঠল বঙ্গ স্যাফ্রন ব্রিগেডের তরফ থেকে। বিজেপির। সঙ্গে এও দাবি করা হয়, ভোটের আগে রাজ্য নিঃশব্দে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

বৃহস্পতিবার বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে জানান, ‘এই ভাতা বাড়ানোর জন্য বাজেটে কোনও প্রভিশন ছিল না। কোনওরকম ঘোষণা ছাড়া কাউকে না জানিয়ে চুপিসারে ভোটের ঠিক আগে আগে এই ভাতা বাড়িয়েছে। এর জন্য রাজ্য সরকারের এ বছর খরচ হতে চলেছে ২০০ কোটি টাকা। ভোটের আগে এই ঘুষ দিচ্ছেন।’

এর বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েনি তৃণমূলও। তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব ধর্মের মানুষের জন্য সমানভাবে উন্নয়ন করেন আর বিজেপি যেভাবে ধর্মীয় মেরুকরণের পথে চলে, তাতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়ন মেনে নিতে পারে না। হিংসা থেকে তাই এই ধরনের কথা বলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 18 =