সন্দেশখালি যাওয়ার অনুমতি দিক, এই আর্জি নিয়ে আদালতে বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এর পাশাপাশি বিচারপতি অমৃতা সিনহার দৃষ্টি আকর্ষণও করেন তিনি। এদিকে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেও কিছুতেই শান্ত হচ্ছে না সন্দেশখালি। ভোটের দিন এবং ভোট পরবর্তী অশান্তির জেরে বেশ কিছু জায়গায় নতুন করে ১৪৪ ধারা জারি করাও হয়েছে প্রশাসনের তরফ থেকে। সন্দেশখালিতে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের তরফ থেকেও বারবার অভিযোগ উঠছে। সঙ্গে গ্রামবাসীদের একটা বড় অংশ এ অভিযোগও করেছেন যে, ১৪৪ ধারা জারি করে তাঁদের উপর অত্যাচার চালানো হচ্ছে। এমনই আবহে সোমবার আদালতে গিয়ে সন্দেশখালি যাওয়ার আর্জি জানাতে দেখা যায় বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকে। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি অমৃতা সিনহা। সোমবারই এই আর্জির শুনানি।
আদালত সূত্রে খবর, আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, এর আগেও একাধিকবার ১৪৪ ধারা জারি করা হয়েছে সন্দেশখালিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও বাধা দেওয়া হয়েছিল সেখানে যেতে। পরবর্তীকালে তিনি আদালতের অনুমতি নিয়ে সন্দেশখালি গিয়েছিলেন। আর সেই কারণেই এই আর্জি তাঁর।