প্রয়াত দীর্ঘদিনের রাজনীতিক প্রদীপ ঘোষ। কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদ সদস্য ছিলেন প্রদীপ ঘোষ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। একইসঙ্গে অন্যান্য শারীরিক সমস্যাও ছিল। সোমবার প্রয়াত হন তিনি। সজল ঘোষ নিজেই ফেসবুকে একটি পোস্ট করেন সোমবার। লেখেন, ‘বাবা চলে গেলেন। মঙ্গলবার সকাল ৯টায় বাড়িতে মরদেহ আনা হবে l ১২ টায় শেষ যাত্রা। দয়া করে এখন ফোন করবেন না।’
প্রদীপ ঘোষ এক সময় ছিলেন দাপুটে কংগ্রেস নেতা। প্রথম সারির নেতা ছিলেন তিনি। এখনও সকলে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোকে প্রদীপ এবং সজল ঘোষের পুজো বলেই চেনেন। কারণ, লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার, যে নামেই এ পুজোকে ডাকা হোক না কেন, পুজোর শুরু কিন্তু প্রদীপ ঘোষের হাত
প্রদীপ ঘোষের রাজনৈতিক জীবন নিঃসন্দেহে বর্ণময়। কংগ্রেস নেতা হিসেবে দীর্ঘদিন পরিচিতি পেলেও ২০১৪ সাল নাগাদ কংগ্রেস ছাড়েন প্রদীপ ঘোষ। এরপর যোগ দেন স্যাফ্রন ব্রিগেডে। কারণ, তৃণমূলকে শক্তিহীন করতে বিজেপিতেই ভরসা ছিল তাঁর। বাবার দেখানো পথেই বিজেপিতে যোগ দেন সজল ঘোষও। প্রদীপ ঘোষের প্রয়াণ বঙ্গ রাজনীতিতে নিঃসন্দেহে একটা সময়ের অবসান।