বালুরঘাটে তৃণমূল-বিজেপির তরজা। এলাকা দখল করার অভিযোগ তৃণমূলের জেলা সভাপতি তথা প্রার্থী মৃণাল সরকারের বিরুদ্ধে। পালটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে আদালতের নির্দেশ অবমাননার অভিযোগ তোলা হয় তৃণমূলের তরফ থেকে। যা নিয়ে তোলপাড় হয় বালুরঘাট। তারই জেরে শনিবার সকালে বিজেপি রাজ্য সভাপতি ও তৃণমূলের জেলা সভাপতির সমর্থকদের মধ্যে শুরুও হয় ধস্তাধস্তি।
স্থানীয় সূত্রে খবর, ভোট নিয়ে সন্ত্রাসের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ পেয়ে এলাকায় যান সুকান্ত মজুমদার। এবার উপস্থিত হন তৃণমূল জেলা সভাপতি মৃণাল সরকারও। অভিযোগ, সুকান্ত মজুমদারের সাথে আদিবাসীরাও তির ধনুক নিয়ে ছুটে যান। এরপরই তৃণমূল ও বিজেপি দুই তরফের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় উত্তেজনা। তৃণমূল কর্মীরা সুকান্ত মজুমদারকে ‘গো-ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন বলে স্থানীয় সূত্রে খবর। এদিকে গেরুয়া শিবিরের অভিযোগ,তৃণমূল সমর্থকরা লাগাতার বিজেপির গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করেন। যদিও এই ঘটনায় আহত হন দুই তৃণমূল কর্মী।