সন্দেশখালিকাণ্ডে বিজেপি নেতা বিকাশ সিংকে গ্রেফতার করে পুলিশ। তবে বসিরহাট আদালত তাঁকে জামিন দিলেও আদালত চত্বর থেকে বেরোনোর মুখেই ফের তাঁকে গ্রেফতার করে পুলিশ। সন্দেশখালি থানার কাছেই তাঁর বাড়ি। আর এখানেই পুলিশের তরফ থেকে দাবি করা হয়, সন্দেশখালিতে হিংসার পিছনে হাত রয়েছে বিকাশের। গ্রামবাসীদের উস্কানি দেওয়ার অভিযোগে নাম জড়ায় এই বিজেপি নেতার। এরপরই গ্রেফতারি। এই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা। বিকাশ। তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ চেয়ে এবং পুলিশি অতিসক্রিয়তার অভিযোগ তুলে শুক্রবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে যান বিজেপি নেতা বিকাশ সিং। আদালত সূত্রে খবর, এদিন আদালতে বিকাশ সিংয়ের তরফে জানানো হয়, জামিন পাওয়ার পরই আদালত চত্বর থেকে ফের গ্রেফতার করে পুলিশ। এই তত্য জানার পরই বিচারপতি কৌশিক চন্দ আইনজীবীকে প্রশ্ন করেন, এটা কোনও নতুন ঘটনা নয়। এমন ঘটনা ঘটেই থাকে। সঙ্গে এ প্রস্নও করা হয়, জামিনের আবেদন করা হচ্ছে না কেন তা নিয়ে। উত্তরে বিকাশ সিংয়ের আইনজীবী বলেন, ‘জানিই না আমার বিরুদ্ধে ক’টা এফআইআর আছে। জামিন দিলেও ফের গ্রেফতার করা হতে পারে।’ আদালত উভয়পক্ষের সওয়াল জবাব শুনে আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য করেছে।
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি বিকাশ সিং। বর্তমানে তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রের আহ্বায়কের দায়িত্বে। তাঁকে বাড়ি থেকেই গ্রেফতার করে পুলিশ।