রাজ্যে আক্রান্ত হিন্দুরা, এদিকে নিষ্ক্রিয় রাজ্য মানবাধিকার কমিশন। এই অভিযোগকে সামনে এনে সল্টলেকে রাজ্য মানবাধিকার কমিশনের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করতে চায় বঙ্গ বিজেপি। অবস্থানে উপস্থিত থাকতে পারেন বিরোধী দলনেতা।আর এই বিক্ষোভ কর্মসূচি রাজ্য বিজেপির তরফ থেকে করতে চাওয়া হয়েছে মঙ্গলবার দুপুর ১১ থেকে বিকেল ৫ টা পর্যন্ত। এই অবস্থান বিক্ষোভে অংশ নেবে ১০০০ জন কর্মী সমর্থক, এমনটাই দাবি বঙ্গ স্যাফ্রন ব্রিগেডের। এদিকে এই অবস্থান বিক্ষোভের অনুমতি মিলছে না পুলিশ প্রশাসনের তরফ থেকে। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি। মঙ্গলবার এই মামলার শুনানি।
প্রসঙ্গত, ওয়াকফ ইস্যুতে গত মাসের মাঝামাঝি সময় থেকে তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের সুতি, ধূলিয়ান, সামসেরগঞ্জ-সহ একাধিক এলাকা। বাড়ি ভাঙচুর, আগুন, লুঠপাঠ চলতে থাকে বেপরোয়াভাবে। সবথেকে ভয়ঙ্কর অভিযোগ ওঠে জাফরাবাদে। বাবা-ছেলেকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। ঘটনাকে ঘিরে সরগরম হয় রাজ্য রাজনীতি। নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই পরিস্থিতিতে সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্য়মন্ত্রী। এদিকে বঙ্গ বিজেপির অভিযোগ, গোটা বাংলাতেই হিন্দুরা আক্রান্ত। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাঁরা রাজ্য মানবিকতার কমিশনের অফিসের সামনে বিক্ষোভ অবস্থান করতে চান। কিন্তু তাতে যাতে কোনওরকমের বাধা না আসে, সে ক্ষেত্রে আদালতের দ্বারস্থ তারা।