বিধানসভার শোকপ্রস্তাবে আরজি করের নিহত ডাক্তারের উল্লেখ না থাকলে বিক্ষোভ দেখাবে বিজেপি। বিজেপির পরিষদীয় দলের দাবি, তাঁরা সূত্রে খবর পেয়েছেন, বিধানসভার সেই শোকপ্রস্তাবে কেবলমাত্র নাম রয়েছে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের। অথচ উল্লেখ নেই আরজি করের নিহত ডাক্তারের।
সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার বিশেষ অধিবেশন। আরজি কর হাসপাতালে মহিলা ডাক্তারের মৃত্যুর ঘটনা থেকে শিক্ষা নিয়ে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের ফাঁসির সাজার বন্দোবস্ত করবে তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় বিলটি পেশ করা হবে। ওই দিনই আলোচনার পর বিল পাশ করে আইন তৈরির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আলোচনায় অংশ নেবে বিজেপির পরিষদীয় দল। সোমবার অধিবেশন শোকপ্রস্তাবের পরেই শেষ হয়ে যাবে। সোমবারের শোক প্রস্তাবের সময় বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিয়েছে বিজেপি পরিষদীয় দল।