হাওড়ায় বন্ধ ফ্ল্যাট থেকে একই পরিবারের ৩ জনের দেহ উদ্ধার। হাওড়ার জগাছা থানা এলাকায় মঙ্গলবার একটি ফ্ল্যাট থেকে দেহগুলি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, বাবা, মা ও ছেলের দেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা হলেন বলরাম খাঁ (৬৬), শেলি খাঁ (৫৪) ও সমব্রিত খাঁ (৩২)। প্রাথমিক অনুমান, বাবা–মাওছেলেবিষখেয়েআত্মঘাতীহয়েছেন।তবে ঘটনারতদন্তশুরুকরেছে পুলিশ।
এই প্রসঙ্গে স্থানীয়রা জানান, একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। ওই ফ্ল্যাটের ২টি ঘর থেকে ৩ জনের দেহ উদ্ধার করা হয়েছে।
সূত্রে খবর, মঙ্গলবার সকালে শেলির বোন তাঁর দিদির ফ্ল্যাটে যান। বহু বার ডাকাডাকি করেও সাড়া না পাওয়া যাওয়ায় পুলিশে খবর দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় জগাছা থানার পুলিশ। দরজা ভেঙে ফ্ল্যাটে ঢুকে ৩ জনের দেহ উদ্ধার করা হয়। তাঁদের মুখ দিয়ে গ্যাঁজলা বেরিয়েছিল। বিষ খেয়েই আত্মহত্যা করেছেন বলে অনুমান পুলিশের। কী কারণে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার দিদি জানিয়েছেন, রোজই কথা হত। এমন ঘটনা যে ঘটতে পারে, তা কখনও ভাবতে পারেননি তাঁরা। তিনি আরও জানিয়েছেন, বলরাম জীবনবিমার এজেন্ট ছিলেন। শেলি পোস্ট অফিসে চাকরি করতেন। তাঁদের ছেলে অনলাইনে ছোটখাটো ব্যবসা করতেন। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ঋণ সংক্রান্ত কোনও বিষয় ছিল কি না, তা–ও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।