নর্দমায় আবর্জনার মধ্যে পড়ে ছিল একটি ট্রলি ব্যাগ। যা দেখে অনেকেরই সন্দেহ হয়। মঙ্গলবার সকালে সেই ব্যাগ উদ্ধার করে নিয়ে যায় বাগুইআটি থানার পুলিশ। আর ব্যাগ খুলতেই নজরে আশে ট্রলি ব্যাগের ভিতর রয়েছে একটি দেহ। গত ফেব্রুয়ারি মাসেই আহিরীটোলায় একটি ট্রলি ব্যাগের ভিতর থেকে মিলেছিল এক মহিলার দেহ। এবার একই কাণ্ড বাগুইআটিতে।
স্থানীয় সূত্রে খবর,সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। প্রথমটায় তাঁরা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও। কেউ গুরুত্ব দেননি খুব একটা। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে, তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান। এরপর ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে মৃতদেহ। এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে, তেমনটাই দাবি পুলিশের। পুলিশের দাবি, ওই যুবতীর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০-এর মধ্যে। নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কে বা কারা এই ঘটনা ঘটাল, তা জানতে তদন্ত করছে পুলিশ।