লর্ডসে ভরসা পেসাররা, দু’দলেই একটা করে পরিবর্তন

লর্ডসে চলছে ভারতইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ। দুই দলেই একটি করে পরিবর্তন হয়েছে এই ম্যাচে। ইংল্যান্ড দলে ফিরেছেন জোফ্রা আর্চার। ভারতীয় দলে ফিরেছেন জশপ্রীত বুমরাহ। লর্ডসের গ্রিন টপ উইকেট। আর সেই কারণেই পেসার বেশ রাখা হয়েছে দুই দলেই।

ম্যাচে ভারত খারাপ শুরু করেনি। এদিন ম্যাচের শুরুর দিকে উইকেট থেকে সাহায্য পাচ্ছিলেন বোলাররা। এক ওভারে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফেরান নীতীশ রেড্ডি। কিন্তু তার পর থেকে আর একটাও উইকেট পড়েনি। ক্রিজ়ে থিতু হয়ে ব্যাট করছেন জো রুট এবং অলি পোপ। ১০০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছেন তাঁরা।

এর মাঝে বড় ধাক্কা ভারতীয় শিবিরে। চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার তথা ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। লাঞ্চের পরে ম্যাচের ৩৪তম ওভারে  অলি পোপকে বল করছিলেন ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ। বল ধরার পরেই দেখা যায় কিপিং করতে সমস্যা হচ্ছে ঋষভের। চোখমুখে ফুটে উঠতে থাকে যন্ত্রণার ছাপ। সঙ্গে সঙ্গে ভারতীয় দলের ফিজ়িওথেরাপিস্ট এবং মেডিক্যাল টিমের বাকি সদস্যরা মাঠে এসে ঋষভের আঙুলে অনেকটা মোটা ব্যান্ডেজ করে দেন। তবে তাতে লাভ হয়নি। মাঠ ছাড়তে বাধ্য হন ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাতে মাঠে আসেন ধ্রুব জুরেল।

ঋষভের এই চোটে কপালে ভাঁজ ভারতীয় শিবিরের। কারণ. উইকেট কিপিং হয়তো ধ্রুব করে দেবেন, কিন্তু পন্থ না থাকলে ভারতের ব্যাটিংয়ের কী হবে, তা চিন্তায় রাখছেই। এদিকে ঋষভের চোট কতটা গুরুতর সেটা এখনও স্পষ্ট নয়। আদৌ এই টেস্টে তিনি ব্যাটিং করতে পারবেন কি না, সেই প্রশ্ন উঠে গিয়েছে। প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি এসেছিল ঋষভের ব্যাট থেকে। ভালো ছন্দে আছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। তবে তাঁর এ ভাবে মাঠ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে চিন্তায় ভারতের সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =