প্যারিস অলিম্পিকের গেমস ভিলেজে মৃত্যু বক্সিং কোচের

প্যারিস অলিম্পিকে গেমস ভিলেজেই মৃত্যু বক্সিং কোচের। সামায়োর বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অলিম্পিক গেমসের আধিকারিকরাই। তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।  আন্তর্জাতিক বক্সিং সংস্থা তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেছে। অলিম্পিকের উদ্বোধনের দিনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা হলেও শেষরক্ষা হয়নি।

অলিম্পিকের লোকাল প্রসিকিউটর অফিসের তরফে জানানো হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু। আন্তর্জাতিক বক্সিং সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই খেলার প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। ওর লেগ্যাসি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে।’ প্যারিস অলিম্পিকে বক্সিং ইভেন্ট শুরু হয়েছে শনিবার। এর মাঝেই সামোয়া এল কোচের মৃত্যুর এই খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seventeen =