বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বিএসএফ

পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় বিএসএফ জওয়ানদের আক্রমণ করে জোরপূর্বক অনুপ্রবেশের ঘটনা ঘটানোর চেষ্টা চালানো হলেও তা ব্যর্থ করে দিলেন বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জওয়ানরা। একইসঙ্গে  বিএসএফ-এর তরফ থেকে এও জানানো হয়েছে, যাঁরা অুপ্রবেশের চেষ্টা চালাচ্ছিলেন আত্মরক্ষার্থে গুলি চালিয়ে তাঁদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার আন্তর্জাতিক সীমান্তে মোতায়েন ৬৮ তম ব্যাটালিয়নের বর্ডার ফাঁড়ি রাংঘাট এলাকায়। যেখানে ৮ থেকে ১০ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের চেষ্টায় বিএসএফ জওয়ানকে ধারাল অস্ত্র দিয়ে আক্রমণ করে। কিন্তু জওয়ানরা আত্মরক্ষার্থে গুলি চালিয়ে সমস্ত অনুপ্রবেশকারীদের হটিয়ে দেন। একইসঙ্গে বিএসএফ-এর তরফ থেকে এও জানানো হয়েছে যে, ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, আঞ্চলিক মুখ্যালয় কৃষ্ণনগরের অধীন ৬৮তম ব্যাটালিয়ন বর্ডার ফাঁড়ি রাংঘাটের জওয়ানরা ডিউটি ​​করার সময় ৮ থেকে ১০ জন অবৈধ বাংলাদেশী অনুপ্রবেশকারীর সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। যারা বাংলাদেশের পাশে কোদালিয়া নদীর তীরে কলা বাগানের ভিতর দিয়ে নদী পার হয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল। তাদের আটকাতে গেলে অনুপ্রবেশকারীরা জওয়ানের উপর আক্রমণ করে। এরপরই জওয়ান নিজের জীবনকে বিপদে দেখে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দিকে প্রতিরক্ষায় দুই রাউন্ড গুলি চালায়। গুলির শব্দ শুনে এরপরই পালানোর চেষ্টা করে অনুপ্রবেশকারীরা।

এই ঘটনার পর বর্ডার গার্ডস বাংলাদেশ (বিজিবি) এর সঙ্গে একটি বৈঠক হয়। যেখানে বাংলাদেশি চোরাকারবারীদের এই বিনা প্ররোচনায় মারাত্মক হামলার ঘটনার তীব্র প্রতিবাদ করা হয়। একে আর্য (ডিআইজি, পিআরও, বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্ত) জানান, ‘আমাদের ডিউটি ​​লাইনে এই ধরনের ঘটনা অস্বাভাবিক নয়। বিএসএফ জওয়ানরা ব্যতিক্রমী সাহস ও সতর্কতার সঙ্গে তাঁদের দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশের বিষয়ে বিজিবির সঙ্গে বারবার পতাকা বৈঠক করেও তাদের পক্ষ থেকে কোনও সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। এই নিষ্ক্রিয়তা চোরাকারবারি ও অপরাধীদের উৎসাহিত করেছে। তবুও, আমাদের জওয়ানরা আমাদের সীমান্ত রক্ষা করতে এবং যে কোনও পরিস্থিতিতে আমাদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =