সীমান্তে হাই এল্যার্ট জারি বিএসএফের

শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরও জ্বলছে বাংলাদেশ। এই পরিস্থিতিতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তগুলি। উত্তরে চ্যাংড়াবান্ধা, হিলি থেকে দক্ষিণের সন্দেশখালি, সর্বত্র এক ছবি। সীমান্তে হাইঅ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল সীমান্তে তৎপর ভারতীয় সেনা। সীমান্তের দু’পারেই দেশে ঢোকার তৎপরতা। হরিদাসপুরে দাঁড়িয়ে সেনাবাহিনীর গাড়ি।

এদিকে একেবারে সামনে বেনাপোল, বাংলাদেশ সীমান্ত। হঠাৎ সেখানে বাজি ফাটতে থাকে, হইচই শুরু হয়। যদিও পেট্রাপোলের ভারতীয় সেনা বিষয়টি পুরোপুরি নজরে রাখে। আপাতত পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।

নদিয়ায় চাপড়া সীমান্তেও কড়া নজরদারি। নিরাপত্তার বেষ্টনিতে মোড়া সীমান্ত। এলাকা একেবারে শুনশান। শুধুই টহলদারি চলছে বিএসএফের। দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্তে কড়া পাহাড়ায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী।

সূত্রে খবর, রাতের মধ্যেই ঢুকছে সেনাবাহিনী। পর্যাপ্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে। বাহিনী আরও বাড়ানো হচ্ছে বলে বিএসএফ সূত্রে খবর। সোমবার বিকালে সীমান্তে আসেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তল। ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কার্তিকচন্দ্র মণ্ডল, ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদ-সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।

অন্যদিকে ফুলবাড়ি সীমান্তের ঠিক ওপারে বাংলাদেশের গেটে বিক্ষোভ। আগুনও জ্বালানো হয়। ভারতের অংশে সীমান্তে নিরাপত্তারক্ষীরা কড়া নজরদারি চালাচ্ছে। বাংলাদেশে অশান্তির জেরে বাড়তি সতর্কতা মালদহের মহদিপুর আন্তঃর্জাতিক সীমান্তে। বিএসএফ এবং পুলিশের নজরদারি বেড়েছে সীমান্তে। চ্যাংড়াবান্ধা সীমান্ত থেকে বেশ কিছুটা দূরে নিউ চ্যাংড়াবান্ধায় এসে পৌঁছেছে সেনার তিনটি গাড়ি। সেনা জওয়ানরা রয়েছেন নিউ চ্যাংড়াবান্ধায়। সূত্রের খবর, বাংলাদেশের ভূখন্ডে হিলির একেবারে ওপারেই দু’টি বাড়ি ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে। সীমান্তে শেখ মুজিবুর রহমানের ছবি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + two =