মধ্যবিত্ত শ্রেণিকে দারুণ স্বস্তি দিয়েছে বাজেটঃ অনিল আগরওয়াল, চেয়ারম্যান, বেদান্ত লিমিটেড

২০২৫-এর বাজেট প্রসঙ্গে বেদান্ত লিমিটেডের চেয়ারম্যান অনিল আগরওয়াল জানান, ‘সঠিক জায়গাতেই রয়েছে এই বাজেট। যা মধ্যবিত্ত শ্রেণিকে দারুণ স্বস্তি দিয়েছে। কারণ বার্ষিক ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কে সম্পূর্ণ রূপে ট্যাক্স-ফ্রি করে দেওয়া হয়েছে। আর এই ভাগে রয়েছেন বেশিরভাগ মধ্যবিত্তই। শুধু তা-ই নয়, এটা ২৪ লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য করের বোঝাও উল্লেখযোগ্য ভাবে কমিয়ে দিয়েছে এটি। আমরা একটি বিশ্বমানের কর ব্যবস্থায় একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ গ্রহণ করেছি, যা বেশ সহজ, স্বচ্ছ এবং করদাতাদের জন্য ভাল। কর সংস্কারের চেতনা অর্থনীতির অন্যান্য অংশে আস্থা ও আত্ম-প্রত্যয়নের মূল অংশে দেখা যাবে বলে আশা। ম্যানুফ্যাকচারিং এবং মাইনিংয়ের ক্ষেত্রে এটি খুব বড় বিকাশ আনতে চলেছে। আমি অত্যন্ত আনন্দিত যে, পরবর্তী ৫ বছরে রূপান্তরমূলক সংস্কারের জন্য চিহ্নিত ৬টি ডোমেনের মধ্যে মাইনিং অন্যতম। আর মাইনিংয়ের পাশাপাশি বিশেষ করে ভোজ্য তেলের মতো ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে কৃষিকাজও অগ্রাধিকারের মধ্যে পড়ে। মাইনিং, কৃষিকাজ, ম্যানুফ্যাকচারিং (ইলেকট্রনিক্স-সহ) অভ্যন্তরীণ উৎপাদন বাড়াতে, আমদানি কমাতে এবং ভারতে লক্ষ লক্ষ ভাল চাকরির সংস্থান তৈরি করতে সাহায্য করতে পারে।’ তিনি আরও বলেন যে, ‘একটি দূরদর্শী বাজেটের জন্য প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে আমি অভিনন্দন জানাতে চাই। আসলে এই বাজেট শক্তিশালী কনজাম্পশন গ্রোথ এবং বিনিয়োগের বৃদ্ধির নিখুঁত যুগলবন্দিকে উদ্দীপিত করে। আর এটাই হল বিকশিত ভারতের চাবিকাঠি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =