অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়ার ২০২৫-এর বাজেট নিয়ে মন্তব্য, ‘নতুন ভারতের গল্পের এক রূপরেখা প্রদান করেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের বাজেট সংক্রান্ত প্রস্তাব। সেই সঙ্গে অবশ্য তা এক বিশ্বাসযোগ্য পরিচালনও প্রদান করেছে। এখানেই শেষ নয়, এই বাজেট সংক্রান্ত প্রস্তাব এক নিয়ন্ত্রক ব্যবস্থারও রূপরেখা দিয়েছে, যা ব্যবসা বা ইন্ডাস্ট্রিকে উৎসাহ দেবে। আর অন্যদিকে চাকরির সংস্থান তৈরির নীতির দৃষ্টিভঙ্গিও প্রদান করেছে। হোটেল, ভ্রমণ এবং পর্যটন উৎসাহ পাচ্ছে। কারণ প্রধান ৫০টি গন্তব্যস্থলে হোটেল নির্মাণে সাহায্য করবে। এর পাশাপাশি এইচএমএল পরিকাঠামো থেকে তহবিল বা ফান্ডিং সুবিধার অনুমতিও দেবে। পলিসি ডিজাইনে রাজ্য সরকারের সঙ্গে বিল্ট-ইন কোল্যাবোরেশন কিন্তু এই উন্নতিগুলির গতি বাড়াবে। বাজেট প্রস্তাবে পর্যটন ইকোসিস্টেমের জন্য আরও অনেক বুস্টার রয়েছে। সেগুলির মধ্যে অন্যতম হল, ই-ভিসা সংক্রান্ত নিয়মাবলী সহজতর করা অথবা উড়ান প্রকল্পকে আরও গতি প্রদান করা, আধ্যাত্মিক এবং স্বাস্থ্য সংক্রান্ত পর্যটনের ক্ষেত্রে ইনসেন্টিভ।’ তিনি আরও বলেন, ‘সামগ্রিক ভাবে আমি গ্রোথ এবং কনজাম্পশন ওরিয়েন্টেড বাজেট দেখতে পেলাম। যেখানে ট্যাক্স কাটের মাধ্যমে গ্রাহকদের হাতে আরও বেশি টাকা থাকবে। এটা কনজিউমার ওরিয়েন্টেড সেক্টরগুলিকেই সাহায্য করবে।’