কেভেন্টার গ্রুপের হেড অফ মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কাস্টোডিয়ান সুপর্ণা মুকাদম ২০২৫-এর বাজেট প্রসঙ্গে জানান , ‘রিয়েল এস্টেট বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। মূল নীতি পরিবর্তনের প্রবর্তন করে বাজেট ২০২৫। যা উল্লেখযোগ্য ভাবে বাড়ির মালিক এবং বিনিয়োগকারী উভয়কেই প্রভাবিত করবে। দুটি নিজস্ব সম্পত্তির জন্য ট্যাক্স বেনিফিট যাতে মেলে, তার জন্যই এই পদক্ষেপ। সেই সঙ্গে যাঁদের একাধিক বাড়ি রয়েছে অথবা যাঁরা দ্বিতীয় কোনও সম্পত্তিতে বিনিয়োগ করেছেন, তাঁদের সঞ্চয় বাড়ানোর জন্যও এই পদক্ষেপ গৃহীত হয়েছে। এই পরিবর্তনই রিয়েল এস্টেট বিনিয়োগকে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ফলে বাড়ি-ঘর কেনা অথবা সম্পত্তি ভাড়া দেওয়ার মার্কেটের কার্যকলাপও উজ্জীবিত হবে। এর পাশাপাশি বাজেটে আয়কর ছাড়ের সীমা বাড়িয়ে ১২ লক্ষ টাকা করে মধ্যবিত্তদের সুবিধা দেওয়া হয়েছে। সেই সঙ্গে কৃষি, ম্যানুফ্যাকচারিং এবং পরিকাঠামো খাতে সংস্কার করা হয়েছে। এছাড়া এমএসএমই-র ক্রেডিট অ্যাক্সেসে উন্নতি কিন্তু দীর্ঘমেয়াদে আর্থিক বিকাশ ঘটাবে।’