বুধবার সাতসকালে কলকাতার লেদার কমপ্লেক্সের ভাটিপোতার এক ব্যবসায়ীর বাড়িতে দুষ্কৃতি হামলা। ধারাল অস্ত্র দিয়ে কোপানোও হল ব্যবসায়ীকে। অভিযোগ। আহত মালেক মোল্লাকে এরপরই কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার তদন্তে ভাটিপোতায় যায় লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পরিবারের সদস্যদের পাশাপাশি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার বাসিন্দাদেরও।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে আনুমানিক সকাল সাতটা নাগাদ ফোন করে এক ব্যক্তি বাইক নিয়ে মালেক মোল্লার বাড়িতে আসে। কয়েক মিনিটের মধ্যে হঠাৎই বাড়ির ভিতর থেকে চিৎকার শোনা যায়। আশেপাশের লোকজন ঘরে ঢুকতে না ঢুকতেই আততায়ী পালিয়ে যায়।
কলকাতা লেদার কমপ্লেক্স থানায় খবর দিলে কিছু সময়ের মধ্যে পুলিশ আসে। রক্তাক্ত অবস্থাতেই মালেক মোল্লাকে কলকাতার এক বেসরকারি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। কিন্তু, কে বা কারা এ কাণ্ড করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ব্যবসায়িক শত্রুতা নাকি পুরনো কোনও বিবাদের জের তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। আতঙ্কে মালেকের পরিবারের সদস্যরাও। প্রশ্ন উঠছে এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে। দ্রুত দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা।