রাজ্যে মূলত পরিষ্কার আকাশ। উপকূলের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের ৬ জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে পারদ পতনের ইঙ্গিত। জমিয়ে শীতের আমেজ ফেরার সম্ভাবনা। তবে এই সপ্তাহে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
সঙ্গে এও জানানো হয়েছে, সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। কয়েক জেলায় মাঝারি কুয়াশার সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গের উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে সকালের দিকে মাঝারি কুয়াশার সতর্কতা। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে কুয়াশার সম্ভাবনা বেশি।
এদিকে কলকাতায় আংশিক মেঘলা আকাশ। ফের সামান্য বেড়েছে রাতের তাপমাত্রা। এখনও স্বাভাবিকের তিন ডিগ্রি উপরেই পারদ। মেঘলা আকাশ বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে। ধীরে ধীরে কমবে সর্বনিম্ন তাপমাত্রা। সামান্য বাড়বে দিনের সর্বোচ্চ তাপমাত্রা।
কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৩.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫০ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।