কুণালের বিদেশ যাত্রায় সবুজ সংকেত আদালতের

আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২৩ শে সেপ্টেম্বর তৃণমূল মুখাপাত্র কুণাল ঘোষকে স্পেনে যাওয়ার জন্য অনুমতি দিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। ফলে রাজ্যের প্রতিনিধি দলের সদস্য হয়ে স্পেনের বাণিজ্য সম্মেলনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কুণালের আর বাধা রইল না। কুণালের এই বিদেশ যাত্রা নিয়ে যে মামলা হয় তার শুনানিতে মঙ্গলবার বিচারপতি জয়মাল্য বাগচির তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘বিদেশ যাত্রার অধিকার মৌলিক অধিকারের মধ্যে পড়ে।’ একইসঙ্গে বিচারপতি এও জানান, কুণাল ঘোষ একজন অভিযুক্ত। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনও প্রমাণিত হয়নি। আর এরই রেশ ধরে বিচারপতি এও জানান, ‘কুণাল ঘোষ বিদেশে গেলে তদন্ত কোনওভাবে ক্ষতিগ্রস্ত হবে, তার স্বপক্ষে সিবিআই কোনও তথ্য পেশ করতে পারেনি।’  একইসঙ্গে বিচারপতি এও মনে করিয়ে দেন, এর আগেও কুণাল ঘোষ সিঙ্গাপুরে গিয়েছেন, আইন মোতাবেক ফেরত এসেছেন, আইনভঙ্গের কোনও অভিযোগ তাঁর বিরুদ্ধে ওঠেনি।

তবে এদিনের এই মামলায় তাৎপর্যপূর্ণ মন্তব্যও করতে দেখা যায় বিচারপতিকে। তিনি বলেন, ‘একজন বিচারাধীন অভিযুক্তকে রাজ্যের প্রতিনিধি হিসাবে বাণিজ্য সম্মেলনে নিয়ে যাওয়া নিয়ে রাজ্যের বুদ্ধিমত্তা প্রসঙ্গে আমি কোন মন্তব্য করব না।’ এরপরই পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে কুণাল ঘোষকে বিদেশ যাত্রার অনুমতি দেয় আদালত। আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে ফেরত দিতে হবে পাসপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − twelve =