কলকাতা হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক পদ এবার বিজেপির   

কলকাতা হাইকোর্টে পদ্ম শিবিরের জয়জয়কার। কলকাতা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ভোটে পাঁচ পদে বড় জয় পেল বিজেপি। সাধারণ সম্পাদক পদ এবার গেছে বিজেপির দখলে। ওই পদে জয়ী হয়েছেন বিজেপির শঙ্করপ্রসাদ দলপতি। যা ঐতিহাসিক বলে দাবি করছেন বিজেপি নেতৃত্ব। এর আগে বারের সাধারণ সম্পাদক পদে ছিলেন তৃণমূলের বিশ্বব্রত বসুমল্লিক। তৃণমূল কংগ্রেসের হাতে সভাপতি, সহ-সম্পাদকের পদ থাকলেও অন্যতম গুরুত্বপূর্ণ পদ সম্পাদকের পদ হারিয়েছেন তাঁরা।

তবে প্রেসিডেন্ট পদে জয় ঘাসফুল শিবিরের। সভাপতি হচ্ছেন তৃণমূলের অশোককুমার ঢনঢনিয়া। সহ-সভাপতির পদ বিজেপির দখলে। বিজেপির কৃষ্ণেন্দু ভট্টাচার্য জিতেছেন এই পদে। সহ-সম্পাদক পদে জয়ী হয়েছেন ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। কমিটির সদস্য হিসাবে জয়ী হয়েছেন বিজেপির সারদা শা ও ঐশ্বর্য রাজ্যশ্রী। তাতেই খুশির জোয়ার পদ্ম শিবিরে। জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলেও।

কলকাতা হাইকোর্ট সূত্রে খবর, বারের মোট ১৫টি পদে নির্বাচন হয়েছে। বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে ১০টি পদে জিতেছে তৃণমূল। বারের ট্রেজারি পদে জয়ী হয়েছেন তৃণমূলের সৌমিক গঙ্গোপাধ্যায়। তবে নির্বাচন চলাকালীন যেভাবে তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের বিষয়ে সামনে এসেছিল তাতে এই ফলাফল প্রত্যাশিত বলেই মনে করছিলেন আইনজীবীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =