বেআইনি খাদান রুখতে নির্দেশ কলকাতা হাইকোর্টের

বেআইনি খাদান রুখতে এবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। বীরভূমে বিভিন্ন জায়গায় বেআইনি খাদানের অভিযোগ সামনে এসেছে বহুদিন ধরেই। এই ইস্যুতেই বৃহস্পতিবার এক মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম নির্দেশ দেন, বীরভূমে বেআইনি খাদান আটকাতে স্পেশাল টিম গঠন করতে হবে জেলাশাসককে। আর এই স্পেশাল টিমকে মাঝেমধ্যেই সারপ্রাইজ় ভিজিট করতে হবে। হাইকোর্টের প্রধান বিচারপতি সঙ্গে এও জানান, ওই স্পেশাল টিম যখন অভিযানে যাবে, তখন পর্যান্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হবে। যা নিশ্চিত করতে হবে পুলিশ সুপারকে। আদালত জানিয়েছে, ওই দল পরিদর্শনের পর একটি করে রিপোর্ট জমা দিতে হবে জেলাশাসকের কাছে। সেই রিপোর্ট দেখার পর জেলাশাসক প্রয়োজন বোধ করে আইনি পদক্ষেপ করতে পারবেন বলে জানায় হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চ।

উল্লেখ্য, রাজ্যে বেআইনি বালি-পাথরের খাদানকে কেন্দ্র করে অভিযোগ দীর্ঘদিনের। এর আগেও কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত মামলা হয়েছিল। ২০২১ সালে একটি মামলায় হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ বেআইনি বালি-পাথরের খাদান বন্ধের জন্য রাজ্য সরকারকে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছিল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =