পুরনিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আবেদন খারিজ কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চে। আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেয়েছিলেন অয়ন। কিন্তু এই মামলায় জামিন না পাওয়ায় জেলেই থাকতে হচ্ছে অয়ন শীলকে।
আদালত সূত্রে খবর, বুধবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিনের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অয়ন। তাঁর বক্তব্য ছিল, ২ বছরের ওপর অতিক্রান্ত হয়ে গিয়েছে। আরক এখানেই প্রশ্ন এখনও কেন তাঁকে জামিন দেওয়া হচ্ছে না তা নিয়ে। কিন্তু সিবিআই-এর তরফে আদালতে জানানো হয়, ২ বছরে মোট ১৭ টা পুরসভার মধ্যে কেবল ১টা পুরসভারই তদন্ত শেষ করা সম্ভব হয়েছে। কেবলমাত্র দক্ষিণ পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করা সম্ভব হয়েছে। বাকি ১৬টা পুরসভা এখনও তদন্তের আওতায়। এদিন সিবিআই এই তদন্তের যাবতীয় কেস ডায়েরি নিয়ে আসে।
এদিকে আদালতে সিবিআই-এর বক্তব্য, কেবল ওএমআর প্রভাবিত করার ক্ষেত্রে মূল অভিযুক্ত অয়ন শীল, তাঁর দ্বারাই প্রধানত এটি হয়েছে, তাই যদি তাঁকে জামিন দেওয়া হয়, তাহলে বাকি তদন্তপ্রক্রিয়া প্রভাবিত হতে পারে। এর পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে এও জানানো হয়েছে এখনও পর্যন্ত চার্জ ফ্রেম করা সম্ভব হয়নি। কারণ তদন্ত চলছে। সিবিআই-এর আর্জি মেনেই এরপর অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট।
প্রসঙ্গত, গত বছরের মার্চ মাসে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন অয়ন শীল। এই মামলায় অন্যতম অভিযুক্ত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তিনি। গ্রেফতারির আগে অয়নের বাড়ি, ফ্ল্যাট এবং অফিসে তল্লাশি অভিযান চালিয়ে দুর্নীতি সংক্রান্ত একাধিক নথিও উদ্ধার করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তার মধ্যে ছিল অনেক ওএমআর শিটের জেরক্স কপিও। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডি-র মামলায় জামিন পেয়েছিলেন তিনি। কিন্তু সে সময়ে তাঁর জেলমুক্তি হয়নি, কারণ সিবিআই-এর মামলা বিচারাধীন। এবারের আর্জি খারিজ হয়ে যাওয়ায় এবার জেলেই থাকতে হচ্ছে অয়ন শীলকে।