কলকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বারভাঙ্গা বিল্ডিংয়ে রাজনৈতিক কার্যকলাপে ‘না’ কলকাতা হাইকোর্টের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের দ্বারভাঙ্গা বিল্ডিংয়ে কোনওরকম রাজনৈতিক কার্যকলাপ করা যাবে না। নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের। এরই পাশাপাশি আদালতের নির্দেশ, বিশ্ববিদ্যালয়কে কড়াভাবে পদক্ষেপ করতে হবে যাতে কোনওভাবে ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা ঢুকতে না পারে। কোনও রাজনৈতিক কার্যক্রম না হয়। পুলিশকে নজর রাখতে হবে ক্যাম্পাসের বাইরে। এর জন্য বাড়তি বাহিনী রাখতে হবে।শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের কর্মী অফিসার বা পড়ুয়ারা যাতে কোনও সমস্যায় না পরে সেটা নিশ্চিত করতে হবে পুলিশকে। ঢোকা বেরোনোর রাস্তা যাতে কোনওভাবে বিক্ষোভ বা সভার জন্য বন্ধ না হয় যায় দেখতে হবে পুলিশকে।

উল্লেখ্য, উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য ও রাজ্যপাল বিরোধের মধ্যে সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন। তারই মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। তিনি রাজ্যপালের দ্বারা মনোনীত। এদিকে অগাস্টের প্রথম সপ্তাহে সিন্ডিকেট বৈঠক চলাকালীন রাজনৈতিক দলের মাথা, তথা বহিরাগতরা বাইরে থেকে গেটে তালা দিয়ে দেয়। পুলিশ রাতে তাঁদের উদ্ধার করে। এমন নানা ঘটনায় নিরাপত্তাহীনতা বোধ করছেন জানিয়ে কয়েকজন সিন্ডিকেট সদস্য ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ চেয়ে আবেদন করেন। তারই প্রেক্ষিতে বুধবার এমনটাই নির্দেশ দেন বিচারতি রাজর্ষি ভরদ্বাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 2 =