বাংলার প্রেক্ষাগৃহে দুই ব্র্যান্ড অ্যাম্বাসেডরের দ্বৈরথ। একদিকে প্রথম দিনেই বাজিমাত করেছে ‘জওয়ান’। অন্যদিকে দেবের ‘ব্যোমকেশ’-এর চার সপ্তাহ ধরে টেনে ব্যাটিং রেট খারাপ নয়। এর আগে বাংলায় রমরমিয়ে ব্যবসা করেছিল শাহরুখের ‘পাঠান। আর এবার তো ‘জওয়ান’-তেজে গুটিয়েই গিয়েছে অন্যান্য আঞ্চলিক ভাষার বেশির ভাগ সিনেমাই।
এখানে বলে রাখতেই হয়, এই ছবির হাত ধরেই বলিপাড়ায় তামিল পরিচালক অ্যাটলির আত্মপ্রকাশ। সঙ্গে রয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেত্রী নয়নতারা এবং তামিল অভিনেতা বিজয় সেতুপতি। ক্যামিয়ো চরিত্রে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
জওয়ানের কথা বলতে গেলে একটুও অত্যুক্তি হবে না যে কলকাতাও ‘জওয়ান’ জ্বরে আক্রান্ত। ভোর রাত থেকেই শহর তিলোত্তমার উত্তর থেকে দক্ষিণের প্রেক্ষাগৃহগুলির বাইরে লম্বা লাইন। ব়্যালি করে কিং-ভক্তরা সিনেমাহলে ভিড় জমিয়েছিলেন।