গাড়ির বকেয়া কর মেটানোর ক্ষেত্রে যে জরিমানা মকুবের জন্য যে প্রকল্প ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে তার সময়সীমা ছিল ৩১ মার্চ। এদিকে শেষ বেলায় চাপ এতটাই যে তা সামাল দিতে ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিতে হল রাজ্য পরিবহণ দফতরকে। পরিবহণ দফতরের তরফ থেকে জানানো হয়েছে আগামী ৩০ ও ৩১ মার্চ, শনি ও রবিবারও অফিস খোলা থাকবে। শুধু তা-ই নয়, সময়সীমাও আরও দু’দিন বাড়ানো হয়েছে। ২ এপ্রিল পর্যন্ত ওয়েভার স্কিমের কাজ চলবে। নতুন করে গাড়ির ফিটনেস সার্টিফিকেট নেওয়া যাবে না। তবে ফিটনেস সার্টিফিকেট নেওয়া থাকলে কোনও ফাইন বা অতিরিক্ত চার্জ ছাড়াই আবেদন করা যাবে।
প্রসঙ্গত, এই ওয়েভার স্কিম-এর সময়সীমা আগেও একবার বাড়ানো হয়েছিল। আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ফেব্রুয়ারিতেই প্রকল্পের সময়সীমা শেষ হওয়ার কথা। বিভিন্ন পরিবহণ সংগঠনের তরফে এই সময়সীমা বাড়ানোর জন্য পরিবহণমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছিল। এরপর পরিবহণ দফতরের তরফ থেকে এই সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়। এই ওয়েভার স্কিম চালু হয়েছিল গত ১ জানুয়ারি থেকে। এরপর পরিবহণ দফতরের তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তাতে বলা হয়েছিল, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া থাকা কর ১ জানুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারির মধ্যে মেটালে জরিমানার উপর ছাড় পাওয়া যাবে। নির্ধারিত সময়সীমার মধ্যে বকেয়া মেটালে ১০০ শতাংশ কর মকুব করা হচ্ছে। ৩১ মার্চ পর্যন্ত বকেয়া মেটালে পুরো ছাড়ই মিলবে। এদিকে আবার কিছুদিন আগেই সম্প্রতি গাড়ি ও বাস মালিকদের সংগঠন ‘জয়েন্ট ফোরাম অফ ট্রান্সপোর্ট অপারেটর্স’-এর তরফে পরিবহণমনন্ত্রীকে সময়সীমা বাড়াতে আর্জি জানিয়ে চিঠি দেওয়া হয়।