গাড়ি কিনতে চাইছেন। নানা গাড়ির মধ্যে একটি মডেল পছন্দও হল। এবার আরেক ভাবনা। গিয়ার অপশন কী হবে?
ম্যানুয়াল এবং অটোমেটিক-দুই ধরনের গিয়ারবক্স অপশন থাকে। তার মধ্যে কোনটা কিনবেন সেটা নিয়ে ভাবতে হয় অনেককেই। বিশেষ করে প্রথমবার কেনার সময়।
ম্যানুয়াল গিয়ারবক্স গাড়ি চালানোর পুরনো পদ্ধতির অনুভূতি দেয়। এর উদ্দীপনা আলাদা, কিন্তু পরিশ্রম অনেক বেশি, বিশেষ করে যানজটে।
অটোমেটিক গিয়ারবক্স গাড়ি চালানোর পরিশ্রম অনেক কমিয়ে দেয়। শহুরে যানজটে সবচেয়ে সহজে গাড়ি চালানো যায়।