ভিনেশ ইস্যুতে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারল না সিএএস

মাত্র ১০০ গ্রাম ওজনের জন্য অলিম্পিক্স থেকে ডিসকোয়ালিফায়েড হতে হয়েছে ভিনেশকে। স্বপ্নভঙ্গের পরে অবসর নিয়েছেন ভিনেশ। তবে সোনার আশাভঙ্গ হলেও অনেকেই স্বপ্ন দেখছিলেন রুপো নিয়ে। কোর্ট অফ আরবিট্রেশন (সিএএস) কী সিদ্ধান্ত নেয় সেই দিকে নজর ছিল অনেকেরই। তবে শনিবারও ঝুলে রইল ভিনেশের রুপোর পদক নিয়ে মামলা। এখনও কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি কোর্ট অফ আরবিট্রেশন।

এই মামলায় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় চেয়েছে সিএএস। রবিবার রাত সাড়ে ন’টায় ভিনেশের সোনা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে সিএএস। ভিনেশ রুপো পাবেন কি না তা জানা যাবে রবিবার। যদিও আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থার প্রধান টমাস বাক এই ব্যাপারে বলেছেন, ভিনেশকে রুপো দেওয়ার কোনও যুক্তি নেই।

ফ্রান্সের চার জন আইনজীবী ছাড়াও ভারতীয় অলিম্পিক্স সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে ছিলেন মামলার শুনানিতে। তাঁরা দাবি করেন, ভিনেশ বেআইনি কিছু করেননি। তাঁর ওজন বেড়েছিল শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + 12 =