এসএসসি ২৬০০০ চাকরি বাতিল মামলায় নয়া মোড়। কলকাতা হাইকোর্ট সূত্রে খবর,এবার চাকরি বাতিল মামলার প্রেক্ষিতে রাজ্যের শিক্ষাসচিবের বিরুদ্ধে দায়ের হল মামলা। শুক্রবার বিচারপতি দেবাংশু বসাক ডিভিশন বেঞ্চে উঠেছে এই মামলা।
সূত্রের খবর, আদালত রাজ্যের শিক্ষা সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছেন জনৈক বৈশাখী ভট্টাচার্য। মামলার আবেদনে তাঁর প্রশ্ন, সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন সমস্ত ওএমআর প্রকাশ করা হয়নি তা নিয়ে। সঙ্গে এ প্রশ্নও তোলা হয়েছে, নির্দেশ সত্ত্বেও অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশ কার্যকর কবে সে ব্যাপারেও। এখানেই শেষ নয়,মামলাকারী এ প্রশ্ও তুলেছন যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কবে তা নিয়েও। মূলত এই তিন প্রশ্ন তুলে মামলা দায়ের করেছে ওই পার্শ্বশিক্ষক। এসএসসি, বোর্ডের বিরুদ্ধেও মামলা। সোমবার হাইকোর্টে মামলার শুনানি৷
গত বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া দিয়েছে সুপ্রিম কোর্ট৷ প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ জানিয়েছে, ‘অযোগ্য’ বলে চিহ্নিত নয়, এমন ‘যোগ্য’ শিক্ষকেরা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন৷ তবে আগামী ৩১ মের মধ্যেই জারি করতে হবে নিয়োগের বিজ্ঞপ্তি৷ আর ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া৷
বৃহস্পতিবার কমিশনের মডিফিকেশন প্রেয়ারের প্রেক্ষিতে সাড়া সুপ্রিম কোর্টের৷ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না জানিয়েছেন, ৩১ মের মধ্যে অ্যাডভারটাইজমেন্ট জারি করতে হবে৷ ৩১ ডিসেম্বরের মধ্যে প্রসেস শেষ করতে হবে৷