পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে শীর্ষ আদালতে প্রশ্নের মুখে সিবিআই

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় প্রশ্নের মুখে সিবিআই। পুরসভা নিযোগ দুর্নীতি মামলায় অয়ন শীলকে গ্রেফতার করা হয়েছিল। এদিকে ইতিমধ্যে তিনি ইডির মামলায় জামিন পেয়ে গিয়েছেন। সোমবার সুপ্রিম কোর্টে তাঁর জামিনের শুনানিতে আইনজীবীকে বিচারপতিরা বলেন, ‘আপনার মক্কেল তো আসল অপরাধী। তাঁর বিরুদ্ধে উত্তরপত্র কারচুপি, নম্বর কারচুপি এবং অযোগ্যদের চাকরিতে সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে।

এরপরইসিবিআইয়ের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রশ্ন, তদন্ত শেষ করতে আর কত দিন সময় লাগবে তা নিয়ে। পাশাাপাশি এও জানতে চাওয়া হয়, এই মামলার তদন্ত কবে শেষ হবে সে ব্যাপারেও।  শুধু তাই নয়, একইসঙ্গে আদালত জানতে চায়, আদৌ কোনও পুরসভার চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে কি না তাও এদিন জানতে চায় শীর্ষ আদালত।

এই রকম একাধিক প্রশ্নে সিবিআই হলফনামা তলবও করে শীর্ষ আদালত। পুর নিয়োগে ধৃত অয়ন শীলের জামিন মামলায় সিবিআইয়ের কাছে হলফনামা চায় সুপ্রিম কোর্ট। সঙ্গে এই হলফনামা জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দিয়ে বিচারপতি পি এস নরসিমা এবং বিচারপতি অতুল এস চন্দুকরের বেঞ্চ জানায়, দুসপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে।

এদিকে অয়নের আইনজীবী জানান, এই মামলাটি শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলার। আমার মক্কেল ইডি মামলায় জামিন পেয়েছেন। ১৭টি পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ ওঠে। সিবিআই এখনও পর্যন্ত চারটি পুরসভায় তদন্ত করে থেমে গিয়েছে। দুবছরের কাছাকাছি জেলে রয়েছেন আমার মক্কেল। জামিন দেওয়া হোক।

অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী জানান, তদন্ত চলছে। নতুন নতুন তথ্য উঠে আসছে। অত্যন্ত গুরুতর অভিযোগ রয়েছে। এখানেও বেআইনি ভাবে নিয়োগ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। এক জন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =