বিজেপি কর্মী অভিজিৎ সরকারের খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ সিবিআইয়ের। সূত্রে খবর, মোট ১৮ জনের নাম রয়েছে এই চার্জশিটে। এই তালিকায় রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পাল আর দুই কাউন্সিলার স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষের নামও।
প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে বিধানসভা ভোটের রেজ়াল্ট বের হওয়ার পরের দিন কাঁকুড়গাছির বাসিন্দা অভিজিৎ সরকারের রহস্যমৃত্যু হয়। ভোটের সময়ে বিজেপির হয়ে কাজও করেছিলেন অভিজিৎ। অভিজিতের পরিবার প্রথম থেকেই দাবি করেছিল, তিনি রাজনৈতিক হিংসার বলি। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন অভিজিতের দাদা বিশ্বজিৎ সরকার।
এরপর বিশ্বজিৎই সিবিআই তদন্তের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। বিশ্বজিতের অভিযোগে বারবার উঠে আসে পরেশ পাল, স্বপন সমাদ্দারদের নাম। বিশ্বজিৎই দাবি করেছিলেন, ‘পরেশ পাল আমাদের দুই ভাইকে যমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেবে বলেছিলেন। সিবিআইকে তা জানাই।’ এমনকী পরেশ পাল ও স্বপন সমাদ্দারের গ্রেপ্তারির দাবি তুলে সিজিও কমপ্লেক্সের সামনে অবস্থানেও বসেন তিনি। এর পরে একাধিক বার পরেশ পালকে সিবিআইয়ের দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরার নোটিস দেওয়া হয়। এবার এই মামলায় সিবিআইয়ের সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে এই দু’জনের।