আদালতে ব্যবসায়ী বিপ্লব সিংকে জেরার অনুমতি পেল সিবিআই

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় ধৃত ব্যবসায়ী বিপ্লব সিংকে জেরা করতে চায় সিবিআই। সূত্রে খবর, শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে এই আবেদন জানায় তারা। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই আবেদন মঞ্জুরও করে আদালত। সিবিআই সূত্রে খবর, আগামী ৪ ও ৫ মার্চ জেলে গিয়ে বিপ্লব সিংকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা। সূত্রে খবর. আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন নিয়ে শনিবার আলিপুর বিশেষ সিবিআই আদালতে শুনানি ছিল। সেই শুনানিতে সিবিআইয়ের তরফে জানানো হয়, তদন্তে তাদের হাতে কিছু নতুন তথ্য এসেছে। সেই তথ্য যাচাইয়ের জন্য সংশোধনাগারে গিয়ে ধৃত বিপ্লব সিংকে জেরার প্রয়োজন।

প্রসঙ্গত, গত বছরের ৯ অগাস্ট আরজি করের সেমিনার হলে তিলোত্তমাকে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে নামে সিবিআই। এরপর আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হয়। তারপর একে একে আরও চারজনকে গ্রেফতার করে সিবিআই। তাঁদের একজন ব্যবসায়ী বিপ্লব সিং। ধৃত এই ব্যবসায়ী সন্দীপ ঘোষের ‘ঘনিষ্ঠ’ বলেই পরিচিত। এরপর গত বছরের ২৯ নভেম্বর আর্থিক দুর্নীতি মামলায় আলিপুর বিশেষ সিবিআই আদালতে চার্জশিট জমা করে সিবিআই। এখনও চার্জ গঠন হয়নি। সেই চার্জ গঠন নিয়ে শনিবার শুনানি হয়। সেখানেই নতুন তথ্য হাতে পাওয়ার কথা জানায় সিবিআই। এখন বিপ্লব সিংকে আগামী ৪ ও ৫ মার্চ জেরা করবে তারা। বিপ্লবকে জেরায় সন্দীপদের বিরুদ্ধে জোরালো কোনও তথ্য সামনে আসবে কি না, সেটাই এখন দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 4 =