মানিকের সঙ্গে সেটিং রয়েছে সিবিআইয়ের, পর্যবেক্ষণ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের

নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে জেরা করা নিয়ে কলকাতা হাইকোর্টে তীব্র ভর্ৎসিত হতে দেখা গেল সিবিআইকে। কারণ, আদালতের নির্দেশ সত্ত্বেও মানিক ভট্টাচার্যকে জেরা করা হয়নি সিবিআইয়ের তরফ থেকে। আর এই ঘটনায় সোমবার রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অন্তত এমনাটই আদালত সূত্রে খবর। আর এরই সূত্র ধরে এদিন নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের সিবিআই-এর ‘সেটিং’ রয়েছে বলেও সন্দেহ প্রকাশ করতেও দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। আদালত সূত্রে খবর, সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত প্রাথমিক পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে নিয়ে যে রিপোর্ট জমা দেন কেন্দ্রীয় গোয়েন্দারা তা দেখেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, রিপোর্টে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে সেগুলি অত্যন্ত ‘মামুলি’। ক্যাজুয়াল আচরণ করছে সিবিআই এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।

এদিন আদালতে রিপোর্ট দেখে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘মানিক ভট্টাচার্যকে কোন দিন হেফাজতে নেয়নি সিবিআই। আমার নির্দেশের পরেও সিবিআই মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেনি। দীর্ঘদিন ছেড়ে রেখে দিয়েছিলেন। মনে হচ্ছে সিবিআই-এর অফিসারদের সঙ্গে মানিক ভট্টাচার্যের কোন সমঝোতা হয়েছে।’ এরই পাশাপাশি বিচারপতি গঙ্গোপাধ্যায় এও জানান, ‘সুপ্রিম কোর্ট কোনও সুরক্ষা কবচ দিয়েছে কিন্তু জেরা করতে তো বারণ করেনি। তাহলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন। আমার তো মনে মনে হয়, সুপ্রিম কোর্ট থেকে রক্ষাকবচ আনার বুদ্ধি সিবিআই আধিকারিকরাই দিয়েছিলেন।’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − five =