রবিবার সকালেই অ্যাকশন মোডে সিবিআই। আরজি কর কাণ্ডে তদন্তে নেমে রবিবার সকাল ৬টা ৪৫ মিনিটে ডঃ সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই টিমে রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৭ আধিকারিক। তবে বারংবার বাড়ির বেল বাজানো হলেও কেউ দরজা খোলেননি। সিবিআই আধিকারিকদের বারবার ফোন করতেও দেখা যায়। তাদের হাতে রয়েছে ফাইল। বাড়ির বাইরে মোতায়েন করা হয় সিআরপিএফ। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করার পর সকাল ৮টায় অবশেষে দেখা মেলে সন্দীপ ঘোষের। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকেন তিনি। এরপর সিবিআইয়ের প্রতিনিধি টিম ঢুকতে পারেন সন্দীপ ঘোষের বাড়িতে।
সূত্রের খবর, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তেই সন্দীপ ঘোষের বাড়িতে হাজির হয়েছে সিবিআই। তিলোত্তমা হত্যাকাণ্ডের পাশাপাশি এই আর্থিক দুর্নীতির তদন্তভারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হয়েছে। গতকালও সিবিআই তলব করেছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। টানা ১২ ঘণ্টার জেরার পর রাত সাড়ে ৯টা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বের হন সন্দীপ ঘোষ। এই নিয়ে নয়দিন জেরা করা হল সন্দীপ ঘোষকে।