পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব দমকলমন্ত্রী সুজিত বোসকে

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার দমকলমন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। সিবিআই সূত্রে খবর, ৩১ অগাস্ট সুজিত বসুকে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ২০১৬ সাল থেকে একাধিক পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই রাজ্যের ১৪টি পুরসভায় তল্লাশি চালিয়েছে সিবিআই। তার মধ্যে ছিল দক্ষিণ দমদম পুরসভাও। সূত্রের খবর, ওই পুরসভা থেকে বেশ কিছু নথি উদ্ধার করেন তদন্তকারীরা। সেই উদ্ধার হওয়া নথির ভিত্তিতেই সুজিত বসুকে তলব করা হয়েছে। ইতিমধ্যেই স্পিড পোস্টে তাঁর বাড়িতে নোটিস পাঠিয়েছেন তদন্তকারীরা। যদিও সুজিত বসু জানিয়েছেন, তিনি এখনও কোনও চিঠি পাননি। সিবিআই সূত্রে খবর, যে সময়কার দুর্নীতির তথ্য সামনে এসেছে, তাতে দেখা গিয়েছে দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান ছিলেন। সেখানে নিয়োগ সংক্রান্ত বেশ কিছু নথি মিলেছে। সেই নথির সঙ্গে এই দুর্নীতির অন্যতম চক্রী অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া নথির যোগসূত্র ছিল। তদন্তকারীরা মনে করছেন, যেহেতু সুজিত বসু ওই পৌরসভার একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, তাই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। তাই তাঁকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, অয়ন শীলের গ্রেফতার হওয়ার পর প্রথম পুর নিয়োগ দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসে। শুরু হয়েছিল স্কুলে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত, পরে তার সঙ্গেই লিঙ্কআপ হয়ে যায় এই তদন্ত। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন। পরে মামলা ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চও একই নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ বহাল রাখে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আরও তৎপর সিবিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − 4 =