বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব সিবিআইয়ের

এবার সিবিআইয়ের নজরে বরানগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড় ও উত্তর দমদম পুরসভা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় এবার বরানগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব করল সিবিআই। এছাড়াও কলকাতার উত্তর শহরতলি ও উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। এখন থেকে ২৯ সেপ্টেম্বরের মধ্যে নিজাম প‌্যালেসে সিবিআইয়ের দফতরে এই পুরসভাগুলির করণিক, গাড়ির চালক-সহ বিভিন্ন পদে থাকা কর্মীদের ডেকে পাঠানো হয়েছে। তবে সবচেয়ে বেশি নজর কামারহাটি পুরসভার দিকে। এই পুরসভা থেকে নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি চাওয়া হয়েছে। আগেও এই মামলায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর ফের তলব। রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির সূত্রপাত নিয়োগ মামলায় ইডির হাতে অয়ন শীল গ্রেফতার হওয়ার পর। তাঁরই সংস্থার মাধ্যমে বেআইনিভাবে মোট ১৪ টি পুরসভায় কর্মী নিয়োগ হয়েছিল বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। শুধু তাই নয়, এসব জায়গায় নিয়োগের নেপথ্যে বহু প্রভাবশালী নেতা-মন্ত্রীও জড়িত বলে তথ্য হাতে এসেছে। সেসব আরও বিস্তারিত জানার জন্য এসব পুরসভার কর্মীদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই কারণে তাঁদের দফায় দফায় ডেকে নিজাম প্যালেসে ডেকে পাঠানো হচ্ছে।

সিবিআইয়ের এই তলব নিয়ে বৃহস্পতিবার মন্ত্রী শশী পাঁজা বলেন, ‘পুর নিয়োগ নিয়ে তদন্ত চলুক তার মতো। আমাদের আপত্তি নেই। ভোট আসলে আমাদের জয় হবে। তদন্তকারী সংস্থা বিভ্রান্তি করে রেখেছে। বিরোধীরা একটা বিষাক্ত পরিবেশ তৈরি করেছে। নির্বাচিত সরকারকে কাজ করতে দিচ্ছে না। ষড়যন্ত্র বুঝতে পেরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + sixteen =