ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কবে নির্বাচন তা এখনও স্পষ্ট নয়। এদিকে সূত্রে খবর, এরই মধ্যে রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে চলতি মাসেই বাহিনী পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। মূলত ভোটারদের মধ্যে আস্থা বাড়াতে কমিশন কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসছে। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এই বাহিনী আসতে পারে বলে সূত্রের খবর। একদিকে যখন সন্দেশখালি ইস্যুতে রাজ্যের আইনৃ-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে, তার মধ্যেই রাজ্যে আধাসেনার উপস্থিতি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, ২০১৯ সালে রাজ্যে ৭৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার ২০২৪-এর নির্বাচনে তার থেকেও বেশি বাহিনী মোতায়েন করা হতে পারে বলে জানা যাচ্ছে। জম্মু ও কাশ্মীরের থেকেও বেশি হতে পারে বাহিনীর সংখ্য়া। জম্মু ও কাশ্মীরের জন্য যখন ৬৩৫ কোম্পানি বাহিনী চেয়েছে কমিশন, তখন বাংলার জন্য চাওয়া হয়েছে ৯২০ কোম্পানি সিএপিএফ বাহিনী। শুধুমাত্র লোকসভা নির্বাচন নয়, এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনেও মোতায়েন করা হয়েছিল কেন্দ্রীয় বাহিনী। তারপরও একাধিক হিংসার অভিযোগ উঠেছে নির্বাচনে। লোকসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয়, সেটাই লক্ষ্য কমিশনের।

