স্বাস্থ্য ভবনে অভিনব প্রতিবাদেও সামিল হলেন চিকিৎসক গৌরাঙ্গ সুন্দর জানা। ‘চেয়ারহীন ডাক্তার’ পোস্টার গলায় ঝুলিয়ে ধরনা চিকিৎসকের।
মেডিক্যাল অফিসার গৌরাঙ্গবাবুর দাবি, সাড়ে পাঁচ মাস আগে পোস্টিং ছাড়াই বদলি হন স্বাস্থ্য ভবনে। পদ ছাড়া বদলি হওয়ায় গত সাড়ে পাঁচ মাস ধরে আসছেন, যাচ্ছেন আর মাইনে পাচ্ছেন গোছের অবস্থা তাঁর। যেহেতু কোনও পদ নেই, সেই কারণে চিকিৎসকের বসার চেয়ার টেবিলও নেই। এখানেই শেষ নয়, তাঁর আরও অভিযোগ, শতাধিক বিশেষজ্ঞ মেডিক্যাল অফিসার এই ভাবেই মাসের পর মাস পদহীন চাকরি করছেন স্বাস্থ্য ভবনে। কাজ না করিয়েই তাঁদের বেতন দিচ্ছে স্বাস্থ্য ভবন। ক্ষুব্ধ চিকিৎসকদের বক্তব্য, রাজ্যের মেডিক্যাল কলেজ, সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের ঘাটতি রয়েছে। এরপরও স্বাস্থ্য প্রশাসনের গাফিলতিতে বিনা কাজে স্বাস্থ্য ভবনে দিন কাটাচ্ছেন শতাধিক মেডিক্যাল অফিসার।
অভিযোগকারী ওই চিকিৎসক জানিয়েছেন, তিনি রোজ আসছেন। এরপর আড্ডা মেরে চলে যাচ্ছেন। এই টেবিল, ওই টেবিল ঘুরে, বাইরে ঘুরে বেরিয়ে সময় কাটাতে বাধ্য হচ্ছেন তিনি। একদিকে বলা হচ্ছে, চিকিৎসক নেই। অথচ এই পদের আধিকারিক চিকিৎসকরাই জেলা হাসপাতালে সুপার পদে কাজ করেন। আবার হাসপাতালে, মেডিক্যাল কলেজের এমার্জেন্সিতে মেডিক্যাল অফিসার তাঁরাও। গাইনি, সার্জারিতে স্পেশালাইজড চিকিৎসকও এর মধ্যে রয়েছেন বলে দাবি অভিযোগকারী চিকিৎসকের।
এর পাশাপাশি চিকিৎসক গৌরাঙ্গ সুন্দর জানা এও জানান, ‘আমি ২৩শে ডিসেম্বর ২০২৪ সালে যোগদান করেছি। কিন্তু আমি টেবিল চেয়ার পাইনি। বসিয়ে-বসিয়ে মাইনে দিচ্ছে আমায়। এমন প্রচুর চিকিৎসক করছেন। আমাদের বসার জায়গা নেই। ঘুরে বেড়াই। প্রতিদিন দশটা থেকে সাড়ে পাঁচটা এইভাবেই সময় কাটাচ্ছি।’