রবিবারও দক্ষিণবঙ্গের বেশির ভাগ অংশেই হলুদ সতর্কতা থাকছে ঝড়-বৃষ্টি নিয়ে। আলিপুর আবহাওযা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, কলকাতায় রবিবার বিকাল থেকে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। তবে বৃষ্টি হলেও তীব্রতা কম থাকবে।হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।অন্যদিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস সঙ্গে বজ্রবিদ্যুতেরও দেখা মিলতে পারে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড়বৃষ্টির সম্ভাবনা। তবে সেখানে ঝোড়ো হাওয়ার গতি কম থাকবে। সেক্ষেত্রে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।
একইসঙ্গে আলিপুর আহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার থেকে আহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে।তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগেই বয়ে যাবে ঝোড়ো হাওয়া।মঙ্গলবার থেকে তাপমাত্রা ফের বাড়তে থাকলেও আগামী এক সপ্তাহ বাংলায় নতুন করে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা দিচ্ছে না হাওয়া অফিস। পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে। পরবর্তী তিন দিনে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬০ থেকে ৯৩ শতাংশের আশপাশে।
এদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আবহাওয়ার দিকে নজর রাখলে দেখা যাবে, সেখানেও রয়েছে ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা। উত্তরবঙ্গে বজ্রপাতের তীব্রতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া কোনও কোনও জায়গায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। তবে সোমবার থেকে অবশ্য আবহাওযার কিছুটি উন্নতি হতে পারে। তবে উত্তরবঙ্গের উপরের দিকে ৫ জেলা, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় কিছু কিছু স্থানে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ বৃষ্টি হতে পারে। সেই জন্য ওই জেলাগুলিতে জারি থাকছে হলুদ সতর্কতা।