শুভদ্যুতি ঘোষ
গরমে রীতিমতো নাজেহাল সাধারণ মানুষ। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতা অস্বস্তি বাড়াচ্ছে। তবে সোমবার সপ্তাহের প্রথম দিন থেকেই রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা। ভোটের বাংলায় দুর্যোগের পূর্বাভাস শোনাল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে সোমবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ ঝড়-বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে দমকা বাতাসও বইতে পারে আজ। বুধবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পরিস্থিতি অনুকূল বলেই জানিয়েছে আবহাওয়া অফিস। বৃষ্টিতে গরমের দাপট সাময়িকভাবে কমার আশা রয়েছে। তবে বজ্রপাত নিয়ে বিশেষ সতর্কতা রয়েছে আবহাওয়া দফতরের।
রবিবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, গাঙ্গেয় বঙ্গের উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। আর এর জেরেই আগামী তিন দিন দক্ষিণঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও রয়েছে দুর্যোগের সম্ভাবনা। সঙ্গে এও জানানো হয়েছিল, সোমবার পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাগুলিতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। এই জেলাগুলিতে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই এদিন বৃষ্টিপাত হতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।