মধ্যপ্রদেশ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর পর্যন্ত এই অক্ষরেখাটি ছত্রিশগড়, ওড়িশা ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। আরও একটি নিম্নচাপ অক্ষরেখা সিকিম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত বিস্তৃত। এই দুই নিম্নচাপ রেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে। এর জেরে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে বিকেল বা রাতের দিকে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই। শুক্রবার পর্যন্ত বিকেল বা সন্ধের দিকে ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়, সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস বইতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। একইসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে এও জানানো হয়েছে, বৃহস্পতিবার ও শুক্রবার বেশিরভাগ জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির সম্ভাবনা। পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সঙ্গে ৬০ কিলোমিটার পর্যন্ত প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো বাতাস বইবে।
শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টি বেশি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া,বাঁকুড়ায়। এরপরও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। বর্তমানে দিনের তাপমাত্রা কোনও কোনও জায়গায় স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি কম রয়েছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এরপর আগামী সপ্তাহে তাপমাত্রা বাড়বে।
শুধু দক্ষিণবঙ্গই নয়, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সতর্কতার কথাও শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়বে। দার্জিলিং থেকে মালদহ পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তবে শুক্রবার থেকে ঝড়বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। উপরের দিকে জেলা এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় হতে পারে।