পশ্চিমবঙ্গে নতুন কারা মন্ত্রী হলেন চন্দ্রনাথ সিনহা। এর আগে তিনি সামলাচ্ছিলেন ক্ষুদ্র- কুটির এবং বস্ত্র শিল্প দফতর। এবার যোগ হল কারা দফতর। প্রসঙ্গত, সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের তাজপুরে গিয়ে বনদফতরের এক মহিলা আধিকারিককে হুমকি দেন অখিল গিরি।বলেন, “ভদ্রভাবে হবে না। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট। ডাং দিয়ে পিটাব, তখন বুঝবেন। একজন সরকারি আধিকারিককে কুকথা বলায় তীব্র সমালোচনার ঝড় বয়ে যায় গোটা রাজ্যজুড়ে। বিরোধী থেকে শুরু করে দলেরই একাংশ সরব হন অখিলের বিরুদ্ধে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন অখিলকে ইস্তফা দিতে। সেই নির্দেশ মেনে বিধানসভায় পৌঁছন তিনি। জানান, মন্ত্রিত্ব চলে যাওয়ায় তাঁর কোনও আক্ষেপ নেই। সেই সময় অখিলকে বলতে শোনা যায়, “মন্ত্রিসভা থেকে চলে যাচ্ছি, তাতে কোনও ক্ষোভ নেই। কিন্তু উত্তেজনার বশে যে কথাটা বলে ফেলেছি, তার জন্য আমি অনুতপ্ত।’ কারা দফতরের দায়িত্ব থেকে ইস্তফা দেওযার পর বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল কে হবেন নতুন কারামন্ত্রী তা নিয়েও। অবশেষে রাজ্যের কারা দফতরের দায়িত্ব দেওয়া হল অখিল গিরিকে।