এবার ইডির হাতে আসতে চলেছে রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথের চ্যাট হিস্ট্রি। আর এতে অনেকেৎই ধারনা, এই চ্যাট হিস্ট্রি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেদর হাতে এলেই বিপদ বাড়বে চদন্দ্রনাথের।এদিকে ইডি সূত্রে খবর, অবশেষে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার মোবাইল আনলক করা সম্ভব হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি বোলপুরে চন্দ্রনাথ সিনহার বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি চালায় ইডি। ১৪ ঘণ্টার তল্লাশি শেষ টাকার পাহাড় উদ্ধার হয় চন্দ্রনাথের বাড়ি থেকে। চন্দ্রনাথের বাড়ি থেকে উদ্ধার হয় ৪১ লক্ষ টাকা। এর পাশাপাশি তাঁর সর্বক্ষণের সঙ্গী মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করে ইডি। সিএফএসএলে তা পরীক্ষার জন্য পাঠানোও হয়। কিন্তু মোবাইল ফোনটি আনলক করা নিয়ে একটা সমস্যা হচ্ছিল। কিছুতেই তা খোলা যাচ্ছিল না। তবে এমন পাসওয়ার্ডই ছিল যার কারণে তদন্তকারীদের তা খুলতে যথেষ্ট বেগ পেতে হয়। ইডি সূত্রে খবর, এরপর সেই মোবাইল আনলক করার জন্য চন্দ্রনাথকে নোটিস পাঠানো হয়। তিনি হাজির না হলেও তাঁর এক প্রতিনিধি ইডি দফতরে হাজিরা দেয়। তিনিই অফিসারদের সামনে মোবাইল আনলক করেন। তদন্তকারীরা আশা করছেন এই মোবাইল থেকে মিলতে পারে জরুরি তথ্যপ্রমাণ। মোবাইলের চ্যাট হিস্ট্রিতে নজর তদন্তকারীদের।