উচ্চ মাধ্যমিকের সিলেবাসে ফের বদল। আবারও বদল আনার খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রের। একইসঙ্গে সংসদ সূত্রে এও জানানো হয়েছে, স্কুলগুলিতে নির্দিষ্ট নির্দেশিকা সময়মতো পৌঁছে যাবে। এবার বিশেষত উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমেস্টারে বদল আনা হয়েছে।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রেজানা গিয়েছে, দ্বিতীয় ভাষায়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজির সিলেবাসে বদল আনা হয়েছে। এতদিন ইংরেজি পাঠ্যক্রমে রাখা হয়েছিল প্রখ্যাত ইংরেজি লেখিকা ভার্জিনিয়া উলফের ‘এ রূম ফর ওয়ান’স ওন’ গদ্যটি। সেটি বাদ দেওয়া হল পাঠ্যক্রম থেকে। বাদ দেওয়া হয়েছে অ্যান্টোন চেকঅভ-এর ‘দ্যা বেট’গল্প, নাটকের ক্ষেত্রে মহেশ দাত্ত্বানির ‘তারা’ নাটকটিও বাদ দেওয়া হয়েছে। তার বদলে জেএম সিঞ্জ-এর ‘রাইডারস টু দ্য সি’।
সঙ্গে এও জানানো হয়েছে, তৃতীয় সেমেস্টারের এমসিকিউ এবং চতুর্থ সেমেস্টারের বাধ্যতামূলক প্রশ্ন আসবে বলে উল্লেখ করা হয়েছে। উচ্চ মাধ্যমিকের দু’টি সেমেস্টারে পড়তে হবে নাটকটি।