পোস্টাল ব্যালটেও আনা হল পরিবর্তন

সাত দফায় হবে ২০২৪-এর লোকসভা নির্বাচন। এরই পাশাপাশি এবার পোস্টাল ব্যালটেও আনা হল পরিবর্তন। এবার আর পোস্টের মাধ্যমে হবে না পোস্টাল ব্যালটের ভোটগ্রহণ পর্ব। এই ব্যবস্থায় এবার বিরাট বদল এসে গেল। এবারের লোকসভা নির্বাচনে ভোটকর্মীরা ভোট দেবেন দু’টি জায়গায়। প্রথম অপশনটি হল রিটার্নিং অফিসারের দফতরে গিয়ে ভোটদান। দ্বিতীয় অপশন, ভোটকর্মীদের প্রশিক্ষণ কেন্দ্রে ভোটদান।

রিটার্নিং অফিসারের দফতরে গিয়ে ভোটকর্মীদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের নয়া প্রক্রিয়ায় ভোট দেওয়া যাবে পি মাইনাস ওয়ান ব্যবস্থায়। অর্থাৎ, সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে যেদিন ভোট, তার তিন দিন আগে থেকে ভোটের একদিন আগে পর্যন্ত রিটার্নিং অফিসারের দফতরে গিয়ে ভোট দিতে পারবেন ভোটকর্মীরা। অর্থাৎ, ধরে নেওয়া যাক কোচবিহার লোকসভা কেন্দ্রের কথা। সেখানে ভোট রয়েছে প্রথম দফায় ১৯ এপ্রিল। এবার যদি কোনও ভোটকর্মীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে হয়, তবে তাঁকে ১৬, ১৭, ১৮ এপ্রিলের মধ্যে রিটার্নিং অফিসারের দফতরে গিয়ে ভোট দিতে হবে।

এছাড়া আরও একটি রাস্তা থাকছে ভোটকর্মীদের জন্য। সেটি হল, ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্বের শেষ দিনে অর্থাৎ দ্বিতীয় দিনে, যেখানে প্রশিক্ষণ হবে সেই প্রশিক্ষণ শিবিরে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন ভোটকর্মীরা। উল্লেখ্য, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে অতীতে বিভিন্ন সময়ে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। এবার এই নতুন নিয়মে সেই সব অভিযোগের পথ বন্ধ করে দেওয়া সম্ভব হল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 13 =