‘স্পর্শ’-এর মাধ্যমে চিত্রশিল্পীদের সংঘবদ্ধ করতে চায় চারশা

‘স্পর্শ’ নতুন এক পথ দেখাতে চায় চিত্রশিল্পীদের। আর সেই কারণেই এই স্পর্শের হাত ধরেই চিত্রশিল্প ও শিল্পীদের এক ছাতার তলায় আনতে চায় চারশা। শিল্পীদের এই সংঘবদ্ধতার শক্তিকে এক করে আগামীদিনে এই শিল্পকলাকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিতে পারলেই লক্ষ্যপূরণ হবে চারশার। আর এই চিন্তাধারাকে পাখির চোখ করেই বৃহস্পতিবার তাদেরই উদ্যোগে কলকাতার আইসিসিআর-এর নন্দলাল বোস আর্ট গ্যালারিতে শুভ উদ্বোধন হল এক সৃজনশীল পেইন্টিং কর্মশালা এবং প্রদর্শনীর। যা চিত্র শিল্পী এবং অনুরাগীদের কাছে পরিচিতি পেল ‘স্পর্শ’ নামেই।

এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল শ্যামল কুমার সেন, বিশিষ্ট চিত্রশিল্পী বাদল পাল, চারশার সেক্রেটারি শেহনাজ বিশ্বাস, কোঅর্ডিনেটর কুশল মুখোপাধ্যায়, চিত্রশিল্পী তপন প্রামাণিক, চিত্রশিল্পী পুলক কর্মকারসহ আরও অনেকেই। এদিন মোট ৪১ জন চিত্রশিল্পী অংশগ্রহণ করেন এই কর্মশালায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

7 − 6 =