বিধাননগরে আইপিএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। বিধাননগর কমিশনারেট সূত্রে খবর, ধৃতের নাম শেখ সাব্বির খান।
পুলিশ সূত্রে খবর, বিধাননগরের ডিসি আনিস সরকারের নামে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিল প্রতারক। এরপর নিজেকে বিধান নগর পুলিশের ডিসি পরিচয় দিয়ে একাধিক ব্যক্তিকে মেসেজও করেছিলেন অভিযুক্ত। এরপর টাকা তোলার জন্য অভিযুক্ত নতুন ছক কষে। অভিযুক্ত ব্যক্তি জানান, তাঁর পরিচিত কোনও এক ব্যক্তি নিজের বাড়ির পুরোনো আসবাবপত্র বিক্রি করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক উল্টো দিকে থাকা ব্যক্তিও রাজি হন সেই জিনিস কিনতে। সেই মতো টাকাও দিয়ে দেন তিনি। কিন্তু আসবাব আর পাননি। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত নামে বিধান নগর পূর্ব থানার পুলিশ। এরপরই শুক্রবার রাতে সাব্বির খানকে গ্রেফতার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানতে পারে তদন্তকারীরা এর পেছনে বড় প্রতারণা চক্র কাজ করছে। এই ধরনের প্রতারণার অভিযোগ অতীতেও বিভিন্ন সময়ে উঠে এসেছে। কোনও পরিচিত ব্যক্তিত্বের পরিচয় ব্যবহার সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট খুলে মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ। তা নিয়ে পুলিশ বিভিন্ন সময়ে সাধারণ মানুষকে সতর্কও করেছে।