চাকরিহারাদের বিক্ষোভে আবারও অবরুদ্ধ শহর। ডিআই অফিস থেকে পাঠানো নামের তালিকায় কেন নাম নেই, এই প্রশ্ন তুলে পথে নামলেন চাকরিহারাদের একাংশ। সোমবার স্কুল সার্ভিস কমিশনের দফতর তথা আচার্য সদন থেকে চাকরিহারারা সোজা এগিয়ে যান হাজরা মোড়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন তাঁরা। তবে মাঝপথে আটকে দেয় পুলিশ।
এদিকে সূত্রে খবর, ‘যোগ্যদের’ তালিকায় ঠাঁই না হওয়ায় কালীঘাট অভিযানের ডাক দিয়েছিলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। সম্প্রতি আদালতের নির্দেশে যোগ্য শিক্ষকদের তালিকা দেওয়া হয়েছে ডিআই অফিসগুলি থেকে। সেখানে যাঁদের নাম আছে, তাঁদের স্কুলে ফিরে যেতে বলা হয়েছে। কিন্তু চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নাম সেখানে নেই। সেই কারণেই এদিনের এই প্রতিবাদ কর্মসূচি।
সোমবার এসএসসি ভবনের সামনে থেকে বেলা সাড়ে বারোটায় মিছিল শুরু হওয়ার কথা ছিল। তাঁদের কর্মসূচি অনুযায়ী, প্রথমে মিছিল পৌঁছয় হাজরা মোড়ে। এরপরই তাঁরা অবরুদ্ধ করেন হাজরা মোড়। এরপর তাঁদের গন্তব্য ছিল কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। আর এই অভিযান ঘিরে এদিন রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় হাজরা মোড়ে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন চাকরিহারারা। পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়েন অনেকে। পুলিশি বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন চাকরিহারারা। তাঁরা এদিন ক্ষোভ উগরে দিয়ে এও জানান, ‘শিক্ষা দফতর তো কিছু করছে না। তাই আমরা দিদির কাছে যেতে চাই। আমরা তো জিন্দা লাশ হয়ে আছি। মেরে ফেলুক আমাদের। গুলি করে দিক।’ এরপরই ভিড় সরাতে পুলিশের ধড়পাকড় শুরু হয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কয়েকজন চাকরি হারাকে পুলিশ ভ্যানেও তোলা হয়।
এদিকে মুখ্যমন্ত্রী এখন দিঘায় রয়েছেন। এদিকে পুলিশের তরফ থেকে জানানো হয় যে,এদিনের জমায়েত বা মিছিলের কোনও অনুমতিই নেওয়া হয়নি।